চুয়াডাঙ্গায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে
অদ্য ০৬ ই জুন ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক চাষীদের অংশগ্রহণে পাট চাষী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিলুপ্তি প্রায় পাট ও পাটজাত দ্রব্য পুনরুদ্ধার, যুগের চাহিদার সাথে পাটজাত দ্রব্যের ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। পাট চাষীদের পাট চাষে উদ্বুদ্ধ করতে জেলার শ্রেষ্ঠ পাট চাষীদের ক্রেস্ট, কৃষি উপকরণ দিয়ে সম্মাননা জানানো হয়।
উক্ত পাট চাষী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড, কিসিৎন্জা চাকমা সভাপতিত্বে । সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম সেবা ,চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বিভাস চন্দ্র সাহা ।
উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক উপপরিচালক পাট অধিদপ্তর (পরিক্ষণ ) ঢাকা সৈয়দ ফারুক আহম্মেদ , স্বাগত বক্তাব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ।
উক্ত অনুষ্ঠানটি সন্চালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার সোহেল আহমেদ।