দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
খুলনা দিঘলিয়া উপজেলাতে আজ রোজ বৃহস্পতিবার সময় ১২টা (৬জুন২০২৪ খ্রিস্টাব্দে) জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিঘলিয়া অফিসার্স ক্লাবে মোট ৫৮জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। দিঘলিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইডসহ, হাম-নাত, বাংলা রচনা প্রতিযোগিতা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, জারি গান, লোক নৃত্য, তাৎক্ষণিক অভিনয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্য প্রতিযোগিতা নৃত্য অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাপতি কে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান, দিঘলিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোসাম্মাৎ মাসুদা খাতুন, দিঘলিয়া উপজেলার সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব শেখ মোঃ ফরহাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রী কলেজের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব মোঃ আলতাফ হোসেনসহ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত ছিলেন।