খুলনা-দিঘলিয়া উপজেলা জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় এ বছরও সপ্তাহব্যাপী খুলনা দিঘলিয়া উপজেলাতে শুরু হয়েছে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২৪। শতভাগ হয়রানি ভোগান্তি ছাড়াই মিলবে যাবতীয় ভূমি অফিসের মানসম্মত ভূমি সেবা। ভূমি সেবা শব্দের উদ্বোধন উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা আয়োজন করা হয়। শনিবার ( ৮ই জুন)সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলার ও ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানের ভূমিসেবা সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস, অনন্যা ইউনিয়ন ভূমি কর্মকর্তারা, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন স্মার্ট সেবা ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। জনগণের ভূমি সেবা প্রাপ্তির সুযোগ-সুবিধা গ্রহণ করিতে বাংলাদেশ নাগরিকদের আরো স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় আপনার সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।