জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পরিবার আজ অসহায় ও নির্বাক :
চাঁদপুর সদয় উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের এক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মজুমদার। এই বীর মুক্তিযোদ্ধা পরিবার আজ নিজ বাড়ির ও এলাকার কিছু ভূমিদস্যু, আইন-কানুন অমান্যকারী কতিপয় সন্ত্রাসী লোকদের দ্বারা প্রতারিত ও অবহেলিত। যারা ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ, আইন-কানুনের তোয়াক্কা না করেই তাদের মনমতো তাদের অসামাজিক কার্য কলাপ দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন। যখন যা খুশিমত বীর মুক্তিযোদ্ধার ক্রয়কৃত জায়গার গাছ, মাটি, ফলফলাদি ইত্যাদি কেটে নিচ্ছেন। বীর মুক্তিযেদ্ধার পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তাদের উপর ঝাপিয়ে পড়ছেন, বিশ্রি ভাষায় গালাগালসহ মারমুখী আচরন করছেন। গায়ের জোরে দলেবলে একত্রিত হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছেন। এমনকি প্রান নাশের হুমকিও দিচ্ছেন। দেখার বা বলার যেনো কেউ নেই। জাতির শ্রেষ্ঠ সন্তানের পরিবারের প্রতি এহেন অমানবিক আচরন ও গর্হিত কাজের দায়ভার কার? তারপরও বীর মুক্তিযোদ্ধা পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ৫নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানালে তিনি অপারগ হইয়া আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলে বীর মুক্তিযোদ্ধা পরিবার তাদের জীবন রক্ষার্থে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তদুপরি দুস্কৃতিকারীরা আরো ক্ষিপ্ত হইয়া তাদের হীনচরিতার্থ কর্ম হইতে ক্ষান্ত হয়নি। উপায়ান্তর না পেয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবার জরুরী সেবা নাম্বার ৯৯৯ ফোন দিয়ে জানালে তাৎক্ষনিক পুলিশ কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে এলে তারাও অপরাধীদের দ্বারা নাজেহাল হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের অবগতির জন্য পেশ করা হলো। নতুবা বীর মুক্তিযোদ্ধা পরিবারের অপুরনীয় ক্ষতির সমূহ সম্ভাবনা রহিয়াছে।