বেড়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত।
বেড়া উপজেলা প্রশাসন ওয়েলফেয়ার সেন্টার পাবনা এর আয়োজনে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের। পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাবনার বেড়ায় গতকাল সোমবার সকাল ১১ টায় (১০-জুন) ২০২৪ খ্রিঃ ইং তারিখে বেড়া উপজেলার সম্মেলন সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক পাবনা ওয়েলফেয়ার সেন্টারের মোঃ আবু সাইদ, বেড়া এসিল্যান্ড(ভৃমি সহকারি) মোছাঃ রিজু তামান্না, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হোসাইন, বেড়া , সমাজসেবা অফিসার, মোতালেব হোসেন, অভিবাসী কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। স্বাগত বক্তব্য রাখেন কর্মকর্তারা বলেন, ওয়েলফেয়ার সেন্টার পাবনার প্রত্যাগত অভিবাসীরা নিজেদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে সহকারি পরিচালক ওয়েল ফেয়ার সেন্টারের মোঃআবু,সাইদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড কর্তৃক বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনরায় একত্রি করনে রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করছি।
বিদেশ ফেরত অভিবাসীদের জীবনমান উন্নয়নে এই প্রকল্পের মাধ্যমে নানারকম কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি। তারা দেশে ফিরে যেন সামাজিক মর্যাদা ও নিজের ভবিষ্যৎ গঠনে কাজ করতে পারে।
পরবর্তীতে তারা যদি পুনরায় বিদেশ যেতে আগ্রহী হয় সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা ওয়েলফেয়ারের মাধ্যমে পাবেন। উপস্থিত সকলেই রেইজ প্রকল্পের সকল প্রকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে শোনেন এবং এই প্রকল্পের ব্যাপক প্রশংসা করেন। ছবি সহ।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা প্রতিনিধি।
তারিখ ১০/৬/২৪ ইং
মোবাইল নম্বর ০১৭১৩৭৩০৫৫২
Leave a Reply