বাউফলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান।
মুক্তিযোদ্ধা টিভি :
এইচ এম মনিরুজ্জামান লিডার / বিভাগীয় প্রতিনিধি (বরিশাল):
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩.০৬.২৪ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাউফল পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসুকে ফুল দিয়ে বরণ করা হয়।
১৩.০৬.২৪