কাজিপুর মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোছা: রিক্তা খাতুন, কাজিপুর, প্রতিনিধি:সিরাজগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে স্নরন সভা,আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
১৩জুন বেলা ১১টায় কাজীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ মনসুর আলী অডিটোরিয়াম হলে মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানের উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রেফাজউদ্দীন( মাস্টার)।
মোহাম্মদ নাসিমের জীবন কর্মকাণ্ডের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি, আরও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য,সহ-সভাপতি আব্দুস সামাদ তালুকদার।
উপজেলা ছাত্রলীগের সম্পাদক আবু সায়েম তালুকদার যুবলীগের সভাপতি বিপ্লব সরকার পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ-ছাত্রলীগ,মুক্তিযোদ্ধা ব্যক্তিবর্গগণ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ বিপুল সংখ্যক নেতা কর্মী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্নার শান্তি কামনা করে মোনাজাত এবং ভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের অবস্হিত মোহাম্মদ নাসিমের স্মৃতিফলক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply