চুরি ঠেকাতে রাতভর পাহারা দেন সোনামুখী ইউপি চেয়ারম্যান।
মোছা: রিক্তা খাতুন, কাজিপুর, প্রতিনিধি : চুরির ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে।সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অঞ্চলগুলোতে।ঘটে গেছে বেশ কিছু গরু চুরি,মোটরসাইকেল চুরি সহ নানা ঘটনা। এসব থেকে নিস্তার পাওয়ার জন্য রাতভর ইউনিয়নের গ্রামগুলোতে পাহার দিচ্ছেন ১নং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান কাজিপুর থানা টিম।
বয়স যেন তাকে থেমে রাখছে না।প্রত্যেক রাতেই পাহারার উদ্দেশ্য বেরিয়ে পরছেন ইউনিয়নের গ্রাম্য বাজারগুলোতে।গ্রাম পুলিশের আরও সজাগ করতে এবং বাজারের প্রহরীদের তৎপরতা বিস্তার করতে চেয়ারম্যানের এই উদ্যোগ।
স্হানীয়রা জানান, এলাকার বিভিন্ন স্হানে বিভিন্ন সময় চুরির ঘটনা হয়ে থাকে। তবে চেয়ারম্যানের এই উদ্যোকে সাধুবাদ জানায়।এই কারণে কাজিপুর থানা পুলিশের সহায়তায় এই পাহারার ব্যবস্হা।প্রত্যেক এলাকা ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন।স্হানীয় বাসিন্দা আজাহার আলী বলেন,বঙ্গবন্ধু যখন ছিলেন তখন আমারা চৌকিদাররা এই ভাবে গ্রাম পাহারা দিত।চেয়ারম্যানের এমন কর্মকান্ডের আমরা বিশ্বাসের সাথে সস্তি পায়।এ
বিষয়ে জানতে চাইলে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, জনগণের জানমাল রক্ষা করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। তাই পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। গ্রাম পুলিশের টিম সব সময় সজাগ আপনাদের যখন যে কোনো প্রয়োজনে গ্রাম পুলিশদের শরণাপন্ন হবেন।
এ বিষয়ে কাজিপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান,এলাকার থেকে চুরি,মাদক কিংবা অন্য অপকর্ম দুর করতে অবশ্যই একজন জনপ্রতিনিধি হিসেবে উনি মহৎ কাজ করছেন।আমাদের পুলিশ টিম এবং গ্রাম পুলিশ ব্যাপকভাবে ওনাকে সহযোগিতা করছেন।
Leave a Reply