গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যাবসায়ী ও ভ্যান চালকের মৃত্যু।
মুক্তিযোদ্ধা টিভি ঃ
এইচ এম মনিরুজ্জামান লিডার / বিভাগীয় প্রতিনিধি(বরিশাল): বরিশাল – ঢাকা মহাসড়কে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্হানেই দু- জনার মৃত্যু হয়েছে বলে সরজমিনে দেখা গেছে।
সোমবার ২৪ জুন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বরুন দাশ -৫৫ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের জেলে পল্লীর স্হায়ী বাসিন্দা। অপর দিকে তার সহযোগী নিহত ভ্যান ড্রাইভার আয়নাল বেপারি ৬০ বাবুগঞ্জ উপজেলার তার (বরুন) পাশ্ববর্তী জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় আজ খুব সকালে আগরপুর থেকে মাছ আনতে গৌরনদী উপজেলার মাহিলারা বাজারে যাওয়ার পথে বাটাজোর ইউনিয়নের বাইচখোলা নামক স্হানে ভ্যানটি পৌছালে বরিশাল অভিমুখে যাওয়া ট্রাকটি ব্যাটারি চালিত ভ্যানটিকে চাপা দেওয়ায় ঘটনা স্হানে মাছ ব্যাবসায়ি বরুন দাস ও তার ড্রাইভার আয়নাল বেপারির মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করে লাশ উদ্ধারের পরে সুরাতহালের কাছ শেষ করে নিহতদের পরিবারের কাছে লাশ পৌছে দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
Leave a Reply