তবলছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের সামনে উৎসাহ-উদ্দীপনার সাথে উদযাপন করছেন। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এ দিনটি পালন করা হয়েছে।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বিশাল র্যালি, যা তবলছড়ি বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কাদের ২নং তবলছড়ি ইউনিয়ন শাখা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ এবং মাটিরাঙ্গা উপজেলা কমিটির সহ মোঃ ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ইতিহাস, আদর্শ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দলীয় কর্মীরা নিরলসভাবে কাজ করবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এবং মোঃ লিটন পাটোয়ারী সিনিয়র সহসভাপতি বাংলাদেশ যুবলীগ তবলছড়ি ইউপি শাখা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ, যেখানে দলের ইতিহাস, অর্জন ও ভবিষ্যত পরিকল্পনার উপর আলোকপাত করা হয়েছে।
দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আজ ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ ।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটি পালনের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নতুন উদ্যমে দেশের সেবা করার অঙ্গীকার করেন।
Leave a Reply