বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলার পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এড. হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান নুরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান রেবেকা সুলতানা মুন্নাকে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমিটির আহবায়ক আবু নাছের পাটওয়ারী বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, হাইমচর উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মশিউর রহমান মিঠু, সাধারন সম্পাদক শাহ আলম শেখ, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, মতলব উপজেলা কমিটির সভাপতি ফারুক আহমেদ বাদলসহ অন্যান্য উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলার পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মুখ হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রচন্ড তাপদাহের জন্য ভাম্যমান দিনমজুর ও বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে তিন শতাধিক খাবার পানি, স্যালািইন ও মাস্ক বিতরন করা হয়। খাবার পানি, স্যালািইন ও মাস্ক বিতরন কার্যক্রমের উদ্ভোদন করেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব এড. হুমায়ুন কবির সুমন।
Leave a Reply