পটুয়াখালী জেলা শাখার জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম'র কমিটি গঠন
অপূর্ব সরকার,বিশেষ প্রতিনিধি, পটুয়াখালীঃ গত তিন দশকে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩( সংশোধিত), হিন্দু বিবাহ নিবন্ধন আইন-২০১২, তৃতীয় লিঙ্গের আইন স্বীকৃতি, বাল্য বিবাহ প্রতিরোধসহ নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ সহ প্রয়োজনীয় বিভিন্ন আইন প্রণীত হলেও স্বাধীনতার ৫৩ বছরেও নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব হয়নি। বর্তমানে দেশে যৌন হয়রানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন প্রনয়ন এখন সময়ের দাবী। এ কাঙ্খিত দাবী বাস্তবায়নের আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে সারাজেলার ন্যায় পটুয়াখালী জেলায় গঠন করা হয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম কমিটি।
বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪ টায় সুন্দরম কার্যালয়ে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম জেলা শাখার কমিটি গঠনে নারী উন্নয়নের নেত্রী মাহফুজা ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাহফুজা ইসলামকে সভাপতি, আফরিন জাহান নিনাকে সাধারন সম্পাদক ও সাবরিনা শাহানাজকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম পটুয়াখালী জেলা শাখার এক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি জালাল আহমেদ, সহ-সভাপতি মারুফা মনি, সহ- সাধারন সম্পাদক খোকন হাওলাদার, ক্যাশিয়ার গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট উম্মে আসমা আঁখি, সাংস্কৃতিক সম্পাদক মালা কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিমা শিকদার, দপ্তর সম্পাদক রেহানা বেগম। কার্যনির্বাহী সদস্য হলেন- বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, সদস্য মো. আমিনুল ইসলাম সিরাজ, সদস্য মুজাহিদুল ইসলাম প্রিন্স, সদস্য আবু সাঈদ, সদস্য সৃজনী সাহা। এ কমিটিতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভূক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।