খুলনা-দিঘলিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
আজ ৩০ জুন রবিবার থেকে সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে এ পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে বন্ধ রয়েছে দেশের সব কোচিং সেন্টার। খুলনার দিঘলিয়ায়ও সকল কোচিং সেন্টার বন্ধ থাকতে দেখা গেছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এ সংক্রান্ত গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোসহ নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনী। দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এবিষয়ে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। যার মধ্যে ছাত্র সংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখা ৭ লাখ ৫০৯ জন।
এর মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় ছাত্র-ছাত্রী মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৩ জন। উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, দিঘলিয়া উপজেলায় তিনটি পরীক্ষা কেন্দ্র আছে। এই পরীক্ষা কেন্দ্র গুলির মধ্যে সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৩৪ জন, যার মধ্যে পরীক্ষার প্রথম দিনে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩২ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। আলহাজ্ব সারওয়ার খান ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮৫ জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৮২ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ জন। এছাড়া আলহাজ্ব সারওয়ার খান ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচ এস সি (বিএম/ বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫১ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ জন।
দিঘলিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীর মোট সংখ্যা ৪৭৩ জন। তার ভেতর ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৬৫ জন।
দিঘলিয়ার কোন কেন্দ্র থেকেই নকল করা অথবা অন্য কোন অসদ উপায়ে পাশ করার অপচেষ্টা করার কারণে কাউকে বহিষ্কার করা হয় নাই বলে জানা যায়।
দিঘলিয়ায় সুষ্ঠু,সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা।