আজ সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান মাষ্টারের মৃত্যু
ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের কৃতি সন্তান আলফাডাঙ্গা আসাদুজ্জামান গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান মাস্টার(৮৫) দীর্ঘ দিন অসুস্থ থাকায় আজ সকাল সাড়ে সাত ঘটিকার সময় ঢাকা পিজি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তাহার বয়স ছিল ৮৫ বছর। এক বছর আগে তিনি তার স্ত্রীকে হারান এবং ৩ ছেলে ও ২ মেয়ে রেখে তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ আজ আসরের নামাজের পরে কুচিয়া গ্রাম ঈদগাহ গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজার নামাজে সকল ধর্ম প্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।
সাবেক প্রধান শিক্ষক মান্নান মাষ্টার একজন নিরঅহংকার, সুশিক্ষিত এবং সজ্জন মানুষ ছিলেন। দৌলতপুর, ফুলতলাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহপাক মরহুমকে জান্নাতবাসী করুন। আমিন।