চুয়াডাঙ্গার কৃষক জোটের সাথে বাংলাদেশ রেলওয়ে চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) আলোচনা সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ৯ ই জুলাই ২৪ ইং দপুর ২.৩০ ঘটিকায় বাংলাদেশ রেলওয়ে. রেল ভবণ রাজশাহী চীপ কমার্শিয়াল ম্যানেজারের রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে চীফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। তিনি বলেন কৃষকদের সবজি ঢাকা সহ বিভিন্ন বাজারে পৌঁছানোর জন্য সবজি ট্রেন চালুর করা হয়েছে। কৃষকদের সর্বোচ্চ সেবা দেওয়া হবে। তিনি আরও বলেন চুয়াডাঙ্গার কৃষকদের জন্য কৃষক জোটের অগ্রণী ভুমিকা রাখতে হবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম টিপু. সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাজাহান.আলী বিশ্বাস সহ সভাপতি শেফালী খাতুন. চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা টেলিভিশনের প্রতিনিধি বায়েজিদ রহমান জোয়ার্দার. জেলা কমিটির নির্বাহী সদস্য কৃষিবিদ ইয়াকুব আলী জোয়ার্দার. আলমডাঙ্গ উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আঃ মালেক. দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন. জীবননগর উপজেলা কৃষক জোট সদস্য রাজেদুর ইসলাম. চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আঃ জব্বার. সহ রিসোর প্রোগ্রাম অফিসার চুমকী খাতুন ফিল্ড অর্গনায়জার মামুনুর রশীদ সহ অনেক।
Leave a Reply