দৈনিক যায় যায় বেলা পত্রিকার সম্পাদক সাংবাদিক শাওনকে হত্যার চেষ্টা :
মুক্তিযোদ্ধা টিভি : এইচ এম মনিরুজ্জামান লিডার / বিভাগীয় প্রতিনিধি ( বরিশাল):
দৈনিক যায় যায় বেলা, পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোল্লা শাওন কে হত্যার উদ্দেশ্যে ঝালকাঠী জেলার স্থানীয় ইউ পি প্রতিনিধি ও তার সাঙ্গপাঙ্গ মিলে তাকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি ছুড়িকাঘাত করে, স্থানীয় জনতার সহায়তায় প্রানেবেচে গেলে তার জীবন এখন আশংকাযুক্ত। গত কয়েক দিন আগে অনিয়ম আর দুর্নীতি প্রচার করায় শাওনের জীবন আজ সংকটময়। ঝালকাঠি থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে আই সি ইউ তে চিকিৎসাধীন আছেন। রিপোর্ট লেখা কালীন সময়ে তার মেজর অপারেশন চলছে। তাই দেশের সকল স্তরের সাংবাদিক সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। পাশা পাশি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি, আপনারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষপ নিবেন। অন্যথায় এদেশে সাংবাদিকদের কলম বন্ধ হয়ে যাবে, দুর্নীতি আর সন্ত্রাসীদের রাম রাজত্বে পরিনত হবে দেশ। উল্লেখ শাওন ভাই একজন মুক্তিযোদ্ধার সন্তান