খুলনা-দিঘলিয়া উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের '২০২৪' ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা টিভি।
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ ইং গতকাল ১১জুলাই বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা (বালক) দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও (বালক) সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ৩ গোল দেন (বালক) দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর ২ গোল দেন (বালক)সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ গোলে বিজয়ী হয়।
ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আব্দুস সালাম মুর্শিদি সংসদ সদস্য -১০২,খুলনা-০৪,
বিশেষ অতিথি ছিলেন শেখ মারুফুল ইসলাম চেয়ারম্যান দিঘলিয়া উপজেলার পরিষদ, শেখ অহিদুল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
খান মাসুম বিল্লাহ দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার।স্বাগত বক্তব্য রাখেন, টি এম শাহ আলম উপজেলা শিক্ষা অফিসার,
এছাড়াও উপস্থিত ছিলেন, আলি রেজা বাচা ভাইস চেয়ারম্যান(পুরুষ) দিঘলিয়া উপজেলার পরিষদ, নাসরিন আক্তার হিরা ভাইস চেয়ারম্যান (মহিলা) দিঘলিয়া উপজেলার পরিষদ,। আর ডি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুয়েল আহমেদ।খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ -পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন,দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, প্রকল্প পরিচালক ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডা। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। বক্তব্য রাখেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক ধিমান মজুমদার।