পটুয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি,পটুয়াখালীঃ বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫'জুলাই) বিকেল ৫ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ প্রমুখ। এসময় স্বাধীনতাকে কটাক্ষ করাসহ একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদ জানান বক্তারা।