বাঘাইছড়িতে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি
১৭ জুলাই বুধবার বিকাল চার ঘটিকায় রাঙামাটি বাঘাইছড়ি তে উপজেলা, পৌর,ও কলেজ ছাত্রলীগের উদ্যেগে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশে সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলার প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে পৌর চৌমূহনী চত্বরে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সানি দেব এসময় সাবেক ছাত্রনেতা সুজিত চক্রবর্তী, শহিদুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল গফুর সুবেল, পৌর ছাত্রলীগের আহবায়ক মোর্শেদ আলম ও কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বক্তব্যে, শান্ত বাঘাইছড়িকে কোটা আন্দোলন এর নামে সাধারণ ছাত্রদের ব্যানারে বিএনপি জামাত এর নৈরাজ্য রুখতে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়।