1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

পটুয়াখালীতে জাগানারীর ২ দিন ব্যপি “মাল্টি-হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন” প্রশিক্ষণ সু-সম্পন্ন

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৪৮ Time View

পটুয়াখালীতে জাগানারীর ২ দিন ব্যপি
“মাল্টি-হ্যাজার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন” প্রশিক্ষণ সু-সম্পন্ন

অপূর্ব সরকার,বিশেষ প্রতিনিধি,পটুয়াখালীঃ পটুয়াখালী জাগোনারী কর্তৃক আয়োজিত দীর্ঘ ২ দিন ব্যাপি প্রশিক্ষন সু-সম্পন্ন। দুই দিন ব্যাপি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে এবং শেষ দিন আজ। উপজেলা স্বেচ্ছাসেবকদের প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, প্রভাব ভিত্তিক পূর্বাভাস এবং দুর্যোগের স্থায়ী আদেশের উপর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষন সু-সম্পন্ন।

মঙ্গলবার (জুলাই’৩০) সকাল ১০ টায় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মার্কেট মল্লিকা কনফারেন্স রুমে জাগোনারীর “GFFO Multi-Hazard Anticipatory Action Initiatives in Bangladesh ” প্রকল্পের ২ দিন ব্যাপি প্রশিক্ষনের আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আজ শেষ দিন (Capacity Building Training of Upozilla Volunteers on Early Warning System, Impact Based Forecasting & Standing Order on Disaster) উপজেলা স্বেচ্ছাসেবক দের প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, প্রভাব ভিত্তিক পূর্বাভাস এবং দুর্যোগের স্থায়ী আদেশের উপর সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শীর্ষক প্রশিক্ষন সু-সম্পন্ন। এই প্রশিক্ষণ এর উদ্ভোদন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের ডীন আহম্মেদ পারভেজ। প্রাথিক চিকিৎসার উপর প্রশিক্ষণ নিয়েছেন সহকারি পরিচালক, ফায়ার সার্ভিস, মো: আলিম উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন অফিসার- এন্টিসিপেটরি একশন “সেইভ দ্যা চিলড্রেন” এস এম নাইম ইসলাম শিশু সচেতনতা শীর্ষক সেইভ দা চিলড্রেন এর “আবহাওয়া ও প্রভাব ভিত্তিক আবহাওয়া পূর্বাভাষ” এর স্লাইড প্রদপ্রদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন জাগোনারী প্রজেক্ট অফিসার লাইজু আক্তার।

জাগোনারী কাজ করছে পটুয়াখালী সদর উপজেলার চার(০৪) টি ইউনিয়ন (ইটবারিয়া,লোহালিয়া ছোট বিঘাই,বড় বিঘাই) এবং কলপাড়া উপজেলার চার(০৪) টি ইউনিয়ন মহিপুর, লতাচাপলি, ধুলেশ্বর, ডাব্লুগঞ্জ। জাগোনারীর অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয় পটুয়াখালী জেলার চৌরাস্তা, মৃধা প্যালেস।এদের কলাপাড়া মহিপুর অফিস চেয়ারম্যান বাড়ি, ফৌজিয়া ভবন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এন্টিসিপেটরি একশন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রিন্স তিনি সবাই কে উপস্থিত থাকায় শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss