#StarsEverywhere। বেড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
পাবনার বেড়ায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। হয়।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ,বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলার ভৃমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোছা ঃ সাদিয়া ইসলাম। বেড়া নাগরিক কমিটির সভাপতি জনাব আল মাহমুদ সরকার, আওয়ামীলীগের সেক্রেটারি আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ওসি আনোয়ারুল ইসলাম। , আমিনপুর মাসুন্দিয়া চেয়ার ম্যান শহিদুল হক শহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ন, নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ার ম্যান আবু দাউদ শেখ, বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডাঃ হান্নান, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি, উজ্জ্বল হোসাইন, সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বর্গ প্রমুখ। আইন শূঙ্খলা মিটিং সাংবাদিক উজ্জ্বল হোসাইন, শুরুতে এ কোটা আন্দোলন এ সময় বেড়ার আইন শূঙ্খলা , কোন প্রকার অপ্রতিকর, ঁ ঘটনা ঘটেনি, কারো কোন ক্ষয়কতি হয়নি, সব মিলে স্বাভাবিক অবস্থা ছিল। মাননীয় , ডেপুটি স্পিকার, এ্যাডঃ শামসুল হক টুকু ও বেড়া পৌর মেয়র সহ বেড়া নির্বাহী অফিসার, ও ওসি কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাংবাদিক উজ্জ্বল আরো বলেন, বেড়া পৌর সভার পায়না ও শম্ভুপুর সহ কাগমার পাড়া নিয়ে যে মারামারি হানাহানির ঘটনা ঘটছে। তাহা কারো কাম্য না, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি বড় আকার ধারন করেছে। তাতে আইন শূঙ্খার চরম অবনতি দেখা যাচ্ছে। দোকান পাট লুটপাট সহ অনেকে বাড়ি ঘর ছেরে চলে যাচ্ছে । সব মিলে ভয়াবহ অবস্থা বিরাজ করছে গত কয়েক দিনে ১০/১৫ আহততের ঘটনা ঘটেছে। আতর্ক বিরাজ করছে। যে কোন ভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে শান্তি শূঙ্খলা ফিরে আনার অনুুরোধ জানান। একটি কমিটি গঠনের প্রস্তাব করেন। সবার সহযোগিতায় এই অরজগতা বন্ধর করার আহবান জানান। তিনি
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
উজ্জ্বল হোসাইন।
বেড়া, পাবনা
তাং ৩১/৭/২৪
Leave a Reply