রাংঙ্গামাটি খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্দ্যেগে শরীয়তপুর বর্না দুর্গতের মাঝে
ত্রান সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির জেলা প্রতিনিধিঃ
টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ী ঢলে ময়মনসিংহ জেলা
হালুয়াঘাট উপজেলা
বটগাছিয়া ও আইলস্যা পুর এলাকা নদনদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় শতাধিক গ্রাম।
(১৩ অক্টোবর) রাংঙ্গামাটি খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্দ্যেগে শরীয়তপুর বর্না দুর্গতের মধ্যে ২০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেন এতে প্রতি জনকে মুড়ি- আধা কেজি,গুড়-আধা কেজি,পানি ২লিটার, চিড়া -আধাকেজি,
মোমবাতি-২প্যাকেট,
গ্যাসলাইট-১টি,
প্যারাসিটেমল-১পাতা,ওমিপ্রাজল ১পাতা,ফিলমেট -১পাতা
খাবার স্যালাইন ১পাতা, পানি, সহ ঔষদ সামগ্রী বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলো খিদমাহ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সদস্যরা।
তবে বৃষ্টি না থাকায় এখন কমতে শুরু করেছে বন্যার পানি। কিন্তু এদিকে পানি কমলেও মানুষের দুর্ভোগ বাড়ছে।
Leave a Reply