কাজিপুর বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত
মোছা: রিক্তা খাতুন, কাজিপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গাছেও গ্রামের মৃত আজিজুর রহমান সরকারের পুত্র, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন রাষ্ট্রীয় সম্মাননায় সম্পন্ন করা হয়েছে।
গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের নেতৃত্বে এ সম্মাননা প্রদান করা হয়।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং স্হানীয় জন-সাধারণ ও স্বজনরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ গত ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ মিরপুরে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।
১৯৯০ সালে তিনি কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।স্থানীয় সূত্রে জানা যায়, মরহুমের বাবা আজিজুর রহমান সরকার কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
ছোট ভাই সুজা ১৯৯০ খ্রিষ্টাব্দের গণ আন্দোলনে শহীদ হন।তথাপি তিনি একজন দেশপ্রেমিক, আওয়ামী লীগের সমালোচক ও একজন প্রতিবাদী মানুষ হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন।
মৃত্যু কালে তার বয়স ছিল ৭৪ বছর ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
Leave a Reply