1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

বেড়ায়  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির   সাধারণ সভা অনুষ্ঠিত। 

উজ্জল হোসাইন, পাবনা(বেড়া) উপজেলা প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ Time View

বেড়ায়  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির   সাধারণ সভা অনুষ্ঠিত।

গতকাল  শনিবার সকাল ১১ টায়  বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারাণ সভা অনুষ্ঠিত  হয়েছে । ইছামতি  সিনেমা হলের তৃতীয়  তলায়  মিলনায়তনে এ সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পাবনা জেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতার সমিতির সভাপতি  জনাব, আলহাজ মফিজ উদ্দিন,   জেলা  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির  সেক্রেটারি জনাব,  প্রভাষক    সাইফুল ইসলাম শুভ।

বেড়া থানা  পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির  রুহুল আমিন সবুজের সভাপতিত্ব করেন। বেড়া  পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি সেক্রেটারি  প্রদীপ কুমার উপস্থিত ছিলেন।   উক্ত অনুষ্ঠান সঞ্চালনা  পরিচালনায়  করেন। বেড়া পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসাইনএ সময় উপস্থিত ছিলেন বেড়া পুস্তক প্রকাশনী ও বিক্রেতা সমিতির লাইব্রেরিয়ানগণ  সরোয়ার হোসেন মজনু, আঃ আলিম, জনাব শাহাদাৎ  হোসেন, সহ সকল সদস্য বৃন্দ।

উজ্জ্বল হোসাইন।

বেড়া, পাবনা প্রতিনিধি ।

মোবাইল নম্বর 01713730552

তারিখ ১৬/১১/২৪ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss