মাটিরাঙ্গা বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ, জনসাধারণের মাঝে স্বস্তি
খাগড়াছড়ি প্রতিনিধি:
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির নবগঠিত সভাপতি মো. জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক খন্দকার সাইমউদ্দিন মুকুট বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।
আজ ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাজারে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের একটি টিমসহ বাজার পরিদর্শন করেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে বাজারের রাস্তার দুই পাশে শীতকালীন সবজি, ফল এবং অন্যান্য জিনিস বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে যান চলাচল সহজ করতে এবং ফায়ার সার্ভিসের জরুরি গাড়ির জন্য রাস্তা ফাঁকা রাখার বিষয়ে বিক্রেতাদের সচেতন করা হয়।
এছাড়া, বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিক্রেতা এবং স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। এই উদ্যোগ যানজট নিরসন, জনসাধারণের চলাচল সহজ করা এবং বাজারকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনসাধারণ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাজার পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply