সাজেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মারিশ্যা ব্যাটালিয়ন(২৭ বিজিবি)
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
১১ জানুয়ারি (শনিবার ২০২৫ ) রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে
লেঃ কর্ণেল মোঃ মুনতাসির মামুন (জোন কমান্ডার) এর নির্দেশনায় গুরুত্বপূর্ণ এলাকার
শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
এসময় মারিশ্যা ব্যাটালিয়ন এর পক্ষ থেকে বিওপি/টিওবি ক্যাম্প কমান্ডার কর্তৃক
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
পাইলংপাড়া, উদয়পুর চাকমাপাড়া, কিংকরপাড়া ও টিওবি’র দায়িত্বপূর্ণ এলাকা কিংকরপাড়া এবং নতুনপাড়া
নামক স্থানে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply