চুয়াডাঙ্গা CRIMEPATROL 24 প্রতিনিধির দোকানে অভিনব কৌশলে চুরি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বাজার জোয়ার্দার স্টোরে অভিনব কৌশলে মালামাল চুরি হয়েছে।
চুয়াডাঙ্গায় Crimepatrol 24 জেলা প্রতিনিধি বায়েজিদ জোয়ার্দার এ-র দোকান থেকে অনেক টাকার মালামাল চুরি হয়েছে।
এ-ই সময় জোয়ার্দার ষ্টোরের বায়েজিদ জোয়ার্দার এ-র বড় মেয়ে সায়মা জোয়ার্দার বণি দোকানে ছিল । চোরটি দোকান থেকে কিছু মালামাল নিয়ে টাকা দেওয়ার কথা বলে ধোঁকা দিয়ে মটর সাইকেল চালিয়ে চলে যায়। চোরটি মাথায় হেলমেট দিয়েছিল। তাই চোরটি কে সনাক্ত করা যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে চোরটি সনাক্ত করার জন্য। এ-ই চোর চক্রটি চুয়াডাঙ্গার বিভিন্ন দোকানে অভিনব কৌশল চুরি করতেছে।
Leave a Reply