পারিবারিক কলহের জেরে পিতার হত্যাকাণ্ড, ছেলে আটক
খাগড়াছড়ি প্রতিনিধি:
মোঃ আব্দুর রাজ্জাক সুমন
খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক কলহের জেরে পিতা বিনোদ মজুমদার (৬৯) হত্যার ঘটনায় তার বড় ছেলে খোকন মজুমদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকছড়ি থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি রাতে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে খোকন মজুমদার তার বাবাকে লোহার রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মানিকছড়ি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। তবে এসময় ছেলে খোকন ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারি রাত ১টা ২ মিনিটে বিনোদ মজুমদার মারা যান।
মানিকছড়ি থানার পুলিশ মামলার তদন্তকালে তথ্য উদ্ঘাটন করে এবং চমেক হাসপাতালের এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটিও উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধান ও মানিকছড়ি থানার ওসির দিকনির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিলন মিয়া অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মজুমদার হত্যার দায় স্বীকার করেছে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে।