বীর মুক্তিযোদ্ধা ,সাবেক কমান্ডার ও এমসি টিভির সম্পাদকের বাবা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রির তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৪ নং ঘোনা ইউনিয়নে। তিনি ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তার গেজেট নাম্বার ৮০ লাল মুক্তিবার্তা নং ০৪ ০৪ ০১ ০১ ২৯। বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি ছিলেন একজন সংগ্রামী মহাপুরুষ । তার প্রচেষ্টায় সাতক্ষীরা জেলার আওয়ামী পরিবার খুঁজে পেতো আলোর পথ। শুধু তাই নয় বীর মুক্তিযোদ্ধা তকিম উদ্দিন মিস্ত্রির সাহসের কাছে হার মেনে ছিল সাতক্ষীরা জেলার মানবতা বিরোধী রাজাকার,আলবদর ,আল – শামস -র জনগোষ্ঠী। বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে হার্ট অ্যাটাক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি থাকলে ভোর পাঁচটায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। কারণ বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তাদের পাশে থেকে সব সময় তাদের খোঁজখবর নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি হয়ে উঠেছিলেন সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রামী সহযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি সম্পর্কে সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধারা বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিন মিস্ত্রি ছিলেন সাতক্ষীরার একজন সিংহ পুরুষ। যখন ভারত বাংলা এক ছিল তখন সুদূর খুলনা থেকে কলকাতা পর্যন্ত তাকে এক নামে চিনতো । তার নাম বললে এমন অনেক হোটেল ছিল খাবারের টাকাও নিত না । তার সততার কাছে সাতক্ষীরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের পরিবার আবদ্ধ ছিলেন,কেননা নিজের অর্থ এবং সময় ব্যয় করে অনেক বীর সন্তানকে সরকারি প্রশাসনে চাকরিতে ঢুকিয়েছিলেন তিনি। তারা এখন অনেক উচ্চপদস্থ পোস্টেও চাকরি করতেছেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা আরোও বলেন মুক্তিযোদ্ধা তকিমের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত হয়েছিলাম । ৭৫ বছর বয়স হলেও,বয়সের কোন ছাপ তার ভেতরে দেখি নাই। দিনরাত ছুটে চলতেন বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে। মুক্তিযোদ্ধা পরিবারের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ যেন তার বেহেস্ত নসিব করুন। বীর মুক্তিযোদ্ধা মোঃ তকিম উদ্দিনের পারিবারিক কবরস্থান সাতক্ষীরা সদর উপজেলার ৪ নম্বর গোনা ইউনিয়নে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে যোহরের নামাজের পর জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
Leave a Reply