পটুয়াখালীতে আ’লীগ নেতা কর্তৃক ১৩৭ বীর মুক্তিযাদ্ধাকে কম্বল বিতরন…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নিজ অর্থায়নে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।
৪ জানুয়ারী বুধবার সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জীর সভাপতিত্বে সদর উপজেলার ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্টর্স কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক উপজেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ মোল্লো, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোবাহান হাওলাদার প্রমুখ। এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা সদর উপজেলার ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
এর আগে প্রধান অতিথি পুরান বাজার মাদ্রাসা, পুরান বাজার মাছ ও সবজি ব্যবসায়ীদের মাঝে কম্বল বিতরন করেন। তিনি মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হবে বলে সভায় জানান।
অপূর্ব সরকার
পটুয়াখালী প্রতিনিধি
Leave a Reply