চৌদ্দগ্রাম এ ৬০১ তম কাব স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া শরীফ।
——————————————–
গতকাল ২০শে ফেব্রুয়ারী সোমবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয় সমুহে কাব স্কাউট সম্প্রসারণ প্রকল্প (৪র্থ) পর্যায়ের অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় ৬০১তম কাব স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশন কোর্স এ কোর্স লিডার হিসাবে দায়ীত্বে ছিলেন জনাব আবুল কাশেম এল টি বাংলাদেশ স্কাউটস। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানভীর আহমদ। সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চৌদ্দগ্রাম উপজেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, চৌদ্দগ্রাম, কুমিল্লা। মীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, সাকিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
রুপন সেনগুপ্ত, প্রধান শিক্ষক, চৌদ্দগ্রাম হাজী জাফর আলি সরকারি পাইলট হাই স্কুল ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ স্কাউটস, চৌদ্দগ্রা, চৌদ্দগ্রাম উপজেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার ৫৫ টি প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ যারা নাকি শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্কাউটস কমিটির সদস্যগন।
প্রধান অতিথি ওনার বক্তব্যে স্কাউটিং কে দেশ ব্যাপী সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
Leave a Reply