1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে ১১ দোকানীকে ৪১,৫০০ টাকা জরিমানা

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৫৯ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে ১১ দোকানীকে ৪১,৫০০ টাকা জরিমানা

অপূর্ব সরকার, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিজান পরিচালিত হয়।

বুধবার (২২ মার্চ) জেলার বাউফল উপজেলার কালিশুরী বাজারে সকাল ১০ টা হতে দুপুর ১.৩০ মিঃ পর্যন্ত। অভিযান পরিচালনা করে ভেজাল বিরোধী ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না টানানোর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরী, সংরক্ষন ও বিক্রয় পন্যে মোড়কে উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ১১ টি দোকানীকে সর্বমোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স সোবাহান স্টোরে ৫ হাজার টাকা, নুরুল ভ্যারাইটিস স্টোরে ৩ হাজার টাকা, সাইফুল সুইটস এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, মেসার্স খান ট্রেডার্স মালিককে ২ হাজার টাকা, ক্যাফে ছায়া মনির মালিককে ৩০০০ টাকা, মেসার্স আল্লাহর দান স্টোর মালিককে ২ হাজার টাকা, মেসার্স নুরু খান স্টোর্স মালিককে ৫ হাজার টাকা, মেসার্স আবুল সন্যামত স্টোর মালিককে ৩,৫০০ টাকা, মেসার্স বৃষ্টি স্টোর মালিককে ৩,৫০০ টাকা, মেসার্স সুকুল এ ব্রাদার্স মালিককে ৩ ৫০০ টাকা ও মেসার্স ভাই ভাই স্টোর মালিককে ৬০০০ টাকাসহ মোট ৪১, ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান।

এ অভিযানের সহযোগিতায় ফ্রন্ট লাইনে ছিলেন র‍্যাব- ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব জানান। এ অভিযান চলবে বলেও জানান তিনি।

অপূর্ব সরকার
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
০১৭৯০৭৬১০৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss