পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমীতে বিকাল ৪ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ ( রবিবার ) ২০২৩ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। তিনি বলেন বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের এই প্রিয় মাতৃভূমি হোক দেশের সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়।
উক্ত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃসাইদুল ইসলাম,বিপিএম-পিপিএম,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান, সাবেক এমপি সরদার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধা শাজাহান খান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয় এবং সকল মৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এর পরক্ষণে পটুয়াখালী জেলার ম্যাজিস্ট্রেট গন সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। আয়োজক ও নেতৃবৃন্দরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সামান্য উপহার প্রদান করেন।
এছারাও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস , বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জি এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতনিরা।
Leave a Reply