জমি সংক্রান্ত বাকবিতন্ডায় পুলিশ সদস্য কর্তৃক দুই নারীকে কুপিয়ে জখম করার দায় মামলা
বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীতে জমি সংক্রান্ত ঘটনায় দুই নারীকে কুপিয়ে জখমের অভিযোগে কাওছার প্যাদা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিম মোসা. লাভলী বেগমের বৃদ্ধা মা আলো বেগম বাদী হয়ে রোববার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।
হামলার ঘটনায় লাভলী বেগম ও শাহনাজ বেগম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামে বাদীর বাড়ি বলে জানা গেছে।
বাদী মামলায় উল্লেখ করেছেন, তাদের বসতঘরটি ভেঙে যাওয়ায় সংস্কার করছিলেন। গত ৭ এপ্রিল দুপুরে পুলিশ সদস্য কাওছার প্যাদা তাদের কাজ বন্ধ করে দিয়ে নির্মাণ শ্রমিককে গালমন্দ করে তাড়িয়ে দেন। এ সময় বাদীর মেয়ে লাভলী বেগম এগিয়ে আসলে পুলিশ সদস্য কাওছার ক্ষিপ্ত তার হাতে থাকা দা দিয়ে লাভলীকে কুপিয়ে জখম করেন। এ ঘটনা দেখে বাদীর পুত্রবধূ শাহনাজ বেগম এগিয়ে আসলে কাওছার তাকে কুপিয়ে জখম করেন। পরে আহতরা পরিবারের সহায়তায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
বাদী মামলায় আরও উল্লেখ করেন, হামলার শিকার হয়ে তারা পটুয়াখালী সদর থানাকে অবহিত করলে সদর থানার এসআই প্রিয়লাল ঘটনাস্থলে পরিদর্শন করলেও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নেয়নি। উল্টো পুলিশ সদস্য কাওছারের কাজ চলমান রেখে ভুক্তভোগীদের ঘরের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসেন।
বাদি পক্ষের আইনজীবী, জেলা আইনজীবী সমিতি পটুয়াখালী এর কার্যনির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রকি বলেন যে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদলত পটুয়াখালী এর বিজ্ঞ বিচারক মো আশিকুর রহমান মামলাটি পটুয়াখালীর সদর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিল এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদেশ প্রদান করেন।
এ প্রসঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্য কাওছারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
Leave a Reply