প্রতারণা করে টাকা নিয়ে পালানোর সময় ডিউটিরত পুলিশ সদস্যদের তড়িৎ ব্যবস্থায় প্রতারক গ্রেফতার এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধার
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
০৪/০৫/২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় সোনালী ব্যাংক, চুয়াডাঙ্গা শাখায় মোছাঃ ফারসিনা বেগম(৬০), স্বামী-মোঃ পিয়ার মাহমুদ, সাং-চুয়াডাঙ্গা মাঝেরপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা নামীয় বয়স্ক ভদ্রমহিলা তার স্বামীর পেনশনের টাকা তুলতে আসেন। উক্ত ভদ্র মহিলার স্বামীর পেনশনের ৮,০০০/-(আট হাজার) টাকা যা প্রতিটি ১,০০০/- টাকার নোট সোনালী ব্যাংক, চুয়াডাঙ্গা শাখা হতে উত্তোলন করে সোনালী ব্যাংক চত্বরে গগনা করছিলেন। উক্ত সময় প্রতারক মোঃ আব্দুল মান্নান ভুইয়া (৬৫), পিতা-মৃত হামিদ ভুইয়া, সাং-চরকামারকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর ভদ্র মহিলাকে তার কাছে থাকা খুচরা ১০/২০ টাকার নোট নিয়ে একটি ১,০০০/- টাকার নোট দিতে বলে। তখন ভদ্র মহিলা উক্ত প্রস্তাবে রাজি হলে প্রতারক কৌশলে ভদ্র মহিলার নিকট থেকে তার স্বামীর পেনশনের ৮,০০০/- টাকা নিয়ে খুচরা টাকা বান্ডিল আকারে ভদ্র মহিলার হাতে দিয়ে চলে যায়। তখন ভদ্র মহিলা বান্ডিলটি খুলে তার স্বামীর পেনশনের সমস্ত টাকা না দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। উক্ত সময় সোনালী ব্যাংক গার্ডে ডিউটিরত কং/৮৭৯ মোঃ আশিক ইকবাল, কং/৯৮১ মোঃ অমিত হাসান, নায়েক/১৮৩ মোঃ শরিফুল ইসলাম দৌড়ে গিয়ে ঘটনা শুনেই সদর থানার মোবাইল টিমের সহায়তায় প্রতারক মোঃ আব্দুল মান্নান ভুইয়াকে আটক করে। পুলিশ সদস্যগণ প্রতারকের কাছে থাকা ভদ্র মহিলার স্বামীর পেনশনের ৮,০০০/- টাকা উদ্ধার করে তাকে ফেরত প্রদান করে। বৃদ্ধা মহিলা সংসারের একমাত্র অবলম্বন স্বামীর মাসিক পেনশনের টাকাটা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে চুয়াডাঙ্গা থানা পুলিশ প্রতারক মোঃ আব্দুল মান্নান ভুইয়াকে হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, প্রতারক মোঃ আব্দুল মান্নান ভুইয়া (৬৫) বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে সহজ সরল মানুষের কাছ থেকে একই কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে। তার পিসি/পিআর পর্যালোচনায় তার নামে টাঙ্গাইল জেলার বাসাইল থানায় মামলার তথা পাওয়া যায়।
Leave a Reply