জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর জেলার পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কলেজটি নির্বাচিত হয়েছে- পুরান বাজার ডিগ্রী কলেজ চাঁদপুর।
জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার খুলনা। আমার জীবনে চলার পথের জ্ঞান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পুরান বাজার ডিগ্রী কলেজ। আমি ২০০৯ সালে এই কলেজটিতে ভর্তি হই পড়ালেখায় মান থেকে শুরু করে এই কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দগনের ব্যবহার আচার-আচরণে অনেক ভালো। পুরান বাজার বাসীর সবচেয়ে সুন্দর জ্ঞান অর্জনের কলেজ হচ্ছে পুরান বাজার ডিগ্রী কলেজ। যখন থেকে আমি একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জ্ঞান লাভে সক্ষম হয়েছি, দুই বছর যাবৎ শিক্ষা অর্জন করতে পেরে নিজেকে গর্ববোধ করছি সে কলেজটিকে আমি অনেক অনেক ভালোবাসি। আর সেই শিক্ষা প্রতিষ্ঠান কলেজটির জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে সুপরিচিত মর্যাদা ভূষিত হয়েছে। চাঁদপুরের দুই নয়নের মনি চাঁদপুর আলোকিত উন্নয়নের শিখর ডাক্তার শিক্ষামন্ত্রী দীপু মনিকে এর সাথে কৃতজ্ঞতা জানাই উপজেলা ও জেলা প্রশাসনকে যাদের অক্লান্ত প্রচেষ্টায় চাঁদপুর জেলার এ কলেজটি শ্রেষ্ঠ পর্যায় নিয়ে এসেছেন। এছাড়াও আরো কৃতজ্ঞতা জানাই পুরান বাজার ডিগ্রী কলেজের সভাপতিসহ সকল গভডিং বডির সদস্যদের প্রতি। একসময় এই কলেজটি এত সুন্দর আলোকিত ছিল না। এই কলেজের প্রধান অধ্যক্ষ যিনি আমার একজন ভূগোল শিক্ষক ছিলেন। তিনি আজ এই কলেজের অধ্যক্ষ হিসেবে সুপরচিত লাভ করে গর্বের সাথে চাঁদপুর জেলার সম্মানিত অধ্যক্ষ। পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমার প্রিয় শিক্ষক রতন কুমার মজুমদার স্যার আসার পর উন্নয়ন প্রান্তে পৌঁছে গেছে এই কলেজটি। আমার বিশ্বাস পুরান বাজার কলেজটি এক সময় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করিতে পারিবে। সকলের স্বকীয়তায় আমার ও আপনাদের সকলের প্রিয় কলেজটি এগিয়ে যেতে থাকবে। এই কলেজের উন্নয়ন একমাত্র শিক্ষার্থীদের কল্যাণে।
Leave a Reply