গতোবছর বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসারের পরিবারের কাছে সেনাবাহিনী কর্তৃক ঘর হস্তান্তর।
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।
গত বছর ( ফেব্রু ২, ২০২২ ) বান্দরবানের বাথিপাড়া এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী দলের আগমন ঘটেছে যেনে নিহত শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি নিরাপত্তা টহল দল অভিযানে গেলে জেএসএস পন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান। তার আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তার পরিবারের কাছে একটি ভবন হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার ( ৬ জুন ) বেলা ১১.৩০ এর সময় পটুয়াখালী জেলার সদর উপজেলাধীন টাউন বহালগাছিয়া ১নং ওয়ার্ডে তার বাড়িতে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি অধিনায়ক (৩৫ বীর সার্পোট ব্যাটালিয়ন) এর সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মিত “সেনা নিকেতন” নামের ভবনটি সেনা প্রধানের পক্ষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা (আরসিডিএস, এনডিসি, পিএসসি) । এ সময় নিহত হাবিবুর রহমান এর স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ওয়ার্ড কাউন্সিলর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও সেনা কর্মকর্তাগন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চার তলা ভিত্তির উপর নির্মিত ভবনটির এক তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
মোঃ হাবিবুর রহমানের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী কতৃক প্রদত্ত এই ভবনটি আশা করা যায় তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করণে সহায়ক হবে।
Leave a Reply