চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী
লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণঢ্য রেলী ।
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
অদ্য ২৩ শে জুন শুক্রবারঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৬:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ও দলীয় পতাকা উত্তোলন করেন সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ এবং ৬:৪৫ মিনিটের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ। সকাল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। বঙ্গবন্ধু-আওয়ামীলীগ-বাংলাদেশ এই তিনটি নাম ইতিহাসে অমলিন ও অবিনশ্বর। বাঙালি জাতির ভাষা থেকে শুরু করে স্বাধীকার, স্বাধীনতা, সামরিকতন্ত্রের বদলে গণতন্ত্র, জঙ্গীবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সর্বশেষ ক্ষুধামুক্ত, উন্নয়ন-অগ্রগতি ও ডিজিটালাইজড বাংলাদেশ; এ সব কিছুই পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগ মানেই জাতির অর্জন, সমৃদ্ধি আর সম্ভাবনার সোনালী দিন। সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে ছায়ার মতো ছিলো, আছে এবং থাকবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বর্ণঢ্য আনন্দ রেলীতে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি মহদয় ডাকে জনসমুদ্রে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা জেলা শহর।
Leave a Reply