জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ আয়োজনে বিভিন্ন স্কুলে থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দদের নিয়ে খেলাধুলার আয়োজন। জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার ,দিঘলিয়া খুলনা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর শিশুদের স্বপ্নে পূরণের প্রতিযোগিতার নাম শিশু পুরস্কার প্রতিযোগিতা। তৃণমূল থেকে শিশুদের প্রতিভা অনষ্ঠানের উদ্দেশ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ শিশু একাডেমী প্রতি বছরে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতয় বক্তব্য রাখছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহ তিনি শিশুদের খেলাধুলা নিয়ে বিভিন্ন বক্তব্যে তুলে ধরেন। শিশুদের পড়াশোনা করার ফাঁকে ফাঁকে খেলাধুলার প্রয়োজন আছে। এতে শিশুদের মন মানসিকতা ভালো থাকে। জাতীয় পর্যায়ে শিশু একাডেমির এটি সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিযোগিতা। জাতীয় শিশু পুরস্কার বিজয়ের অনেকেই আজ জাতীয় পর্যায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন । ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলা আছে চিত্রাঙ্গন ,নৃত্য, আবৃত্তি, অভিনয় ,দড়িলাপ, দাবা খেলা ও দৌড় প্রতিযোগিতা এছাড়াও আরো অন্যান্য খেলাধুলা আছে। সবাই কে একত্রে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ করেছেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তিনি বক্তব্য বলেন বাংলাদেশ শিশুদের কাছে এক কাঙ্খিত প্রতিযোগিতার নাম শিশু পুরস্কার প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গড়ার অন্যতম শক্তি আমাদের শিশুদের ভবিষ্যৎ ও প্রজন্ম আর যারা শিশু কিশোর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার জনাব মাহফুজুর রহমান তিনি বলেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আজকের শিশু কিশোরদের জন্য প্রয়োজন দেশপ্রেম ও মূল্যবোধ নৈতিকতা সততা নিষ্ঠা ও তথ্য প্রযুক্তি বিজ্ঞান এবং সাহিত সংস্কৃতি সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান চর্চা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাবা মাকসুদা খানম, তথ্য সেবা কর্মকর্তা জনাবা সাহেদা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শেখ মোঃ নুরুল ইসলাম, দেয়াড়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন, ও আর ডি এন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জুয়েল আহমেদ হাওলাদার প্রমুখ।
Leave a Reply