দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামীলীগ
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮জুলাই) বেলা ১১টায় শহরের লঞ্চঘাট এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সহ-সভাপতি এডভোকেট হারুনুর রশিদ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ সোহেল সহ ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি ধ্বংস করতে উঠে পরে লেগেছে এই চক্রটি। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ওই বিএনপি জামায়াত সংবিধানের নিয়ম না মেনে আবারো সন্ত্রাসের রাজ্য কায়েম করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছে। আমরা তার প্রতিবাদে শান্তি সমাবেশ করছি। আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। সামনে নির্বাচনে মানুষ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে প্রধানমন্ত্রী সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শান্তি মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
Leave a Reply