হত দরিদ্র মিলনের শেষ সম্বল টং দোকানটি অগ্নি কান্ডে পুড়ে ছাঁই।
কুমিল্লা (চৌদ্দগ্রাম) প্রতিনিধি।
গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টায় চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের নানকরা রাস্তার মাথায় হত দরিদ্র মিলন মজুমদারের চায়ের টং দোকানটি অগ্নিকাণ্ডে বশ্বিভুত হয়।
যানা যায় গত প্রায় ২ যুগ ধরে মিলন মজুমদার বাড়ির পাশের রাস্তার মাথায় ছোট একটি টং দোকানে চা – পান বিক্রি করতেন। এ দিয়ে তার ৭/৮ জনের সংসার টেনেটুনে কোনোরকম চলছিলো। কিন্তু বিধির বাম গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টায় গ্যাস সিলিন্ডার ব্যাবহৃত তার চুলো থেকে হঠাৎ আগুন ধরে পুরো দোকানটি বশ্বিভুত হয়ে যায়। তার প্রায় ১ লক্ষ্য টাকার মাল ছামানা পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে তার সংসারের চাকা অচল হয়ে পড়ে। স্হানীয় জনগনের আশা এবং প্রত্যাশা সমাজের কোনো না কোন হ্রদয়বান ব্যাক্তির সাহায্যের দ্বারা এই মিলন মজুমদার পুনরায় তার ব্যাবসার হাল ধরে আবার কোনো একদিন বৌ বাচ্চা নিয়ে সুন্দর জীবন যাপন শুরু করার মধ্য দিয়েই নতুন জীবন গড়ে তুলবেন।
Leave a Reply