পটুয়াখালীতে আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি ,পটুয়াখালী।
সারাদেশের ন্যায় দক্ষিনের জেলা পটুয়াখালীতে ও আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হলে ও উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সাধারন রোগীদের সাথে চিকিৎসা। নানা অভিযোগ রোগীদের মাঝে।
শুক্রবার ( জুলাই ২৮ ) পটুয়াখালীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘটায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। আর গত ছয়মাসে আক্রান্ত হয়েছেন ৩৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৭ জন রোগী। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৬৬ জন রোগী। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যাই বেশি নিশ্চিত করেছেন সিভিল সার্জন, পটুয়াখালী ডা: এস এম কবির হাসান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। সে ওয়ার্ডে শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে এখনো ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়নি। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের সঙ্গে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। যার জন্য সাধারন রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আর সকল স্থানে ঔষদ বলতে সুধু নাপা দিলেও স্যালাইন সহ সকল ঔষধ বাহির থেকে ক্রয় করতে হচ্ছে বলে অভিযোগ করেন রোগীরা।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমীন লিজা বলেন
প্রানঘাতি এ রোগকে প্রতিরোধ করতে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে।তিনি আরো বলেন আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা, রোগীদের সেবার পাশাপাশি হাসপাতালের চারিপাশ পরিছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা।
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মসিউর রহমান বলেন ডেঙ্গু প্রতিরোধে এর প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার কোন বিকল্প নেই। তাই দ্রুত তরো সময় সবার একত্রিত প্রচেষ্টার মাধ্যমে মশার বংশ বিস্তার রোধ করতে হবে এবং চারিপাশ পরিষ্কার রাখতে হবে।
সাধারন জনগন ও ডেঙ্গু আক্রান্ত রোগীর আত্মীয়-স্বজনরা পৌর কর্তৃপক্ষকে মশক নিধন কার্যক্রম যোরেসোরে চালানোর অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply