বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ পাটোয়ারী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।
মোঃ ঈমাম হোসেন ভূইয়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিলো। দেশের স্বাধীনতা রক্ষা করতে ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে নতুন একটি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদেরই একজন চৌদ্দগ্রাম উপজেলা, বাতিসা ইউনিয়ন বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ পাটোয়ারী গত ৩১ শে জুলাই মৃত্যু বরন করেন। গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হলো। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তানভীর হোসেন চৌধুরী, সেখানে ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দ তথা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ সভাপতি দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ঈমাম হোসেন ভূইয়া ও উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন পিন্টু, বাতিসা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মজুমদার মানিক মিয়া, ডেপুটি কমান্ডার ইউনুস মিয়া, ডিপুটি কমান্ডার আইয়ুব আলী, বাতিসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার সহ অসংখ্য মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং বিভিন্ন শ্রেনী পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চৌদ্দগ্রাম থানার চৌকস ও সুসজ্জিত পুলিশ বাহিনী।
Leave a Reply