বিজিবির অভিযানে ৫টি স্বর্ণের বারসহ ১জন আটক
দেবহাটা প্রতিনিধি:
শামীম হোসেন
সাতক্ষীরায় ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি মোস্তাফিজুর রহমান কে করেছে বিজিবি।
আজ শুক্রবার সকাল ৭টার সময় সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান সাতক্ষীরার কালিয়ানী গ্রামের মো. শাহাদাৎ হোসেনের ছেলে ।
আটক হওয়া স্বর্ণের ওজন ৪৬৬.৫৫০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিয়ানী বিওপির নায়েক মো. মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছয়ঘরিয়া নামক স্থানে অবস্থান নেয়। এ সময় উক্ত ব্যক্তিকে আটকের পর তাকে তল্লাসী করে জুতার ভিতর কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply