চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই সদস্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
রেঞ্জ ডিআইজি কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে
অদ্য ১৯শে সেপ্টেম্বর ২০২৩ইং সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই জন সদস্য কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষে মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় চুয়াডাঙ্গা জেলার এএসআই(নিঃ)/ মিতা রানী বিশ্বাস ও কনস্টবল/মোঃ মেহেদী হাসানকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন।
উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ এবং খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।
Leave a Reply