ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিশেষ প্রতিনিধিঃ
ফিলিস্তিনিদের উপর বর্রবর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ধ্বংস ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বানে আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জুম্মা বাদ জেলা শহরের হাট খোলা জামে মসজিদের সামনে এ বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা হাট খোলা মসজিদ চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার ধর্মপ্রান মুসলমানরা অংশ গ্রহন করেন। যবিক্ষোভ সমাবেশ শেষে হাট খোলা জামে মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলপূর্ব সমাবেশে দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আল আকসা মুসলমানদের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। আট দশক ধরে গাজা দখল করে দখলদাররা হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। ইসরাইলকে দিয়ে পশ্চিমারা পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। বিক্ষোভ মিছিলটি সদর রোড হয়ে বাংলা স্কুল মোড় দিয়ে গিয়ে নতুন বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নাছির মাঝি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ বশির উদ্দিন, খলিফা পট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, আলিনগর আজিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা ইয়াছিন নবীপুরী, জামেয়া ইসলামিয়া মোহাম্মদদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, রতনপুর সিরাজুল উলুম ইব্রাহীমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান, বকুলতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, বড় জামে মসজিদের ইমাম
মাওলানা মোঃ নুরে আলম, দিদার জামে মসজিদের ইমাম
মাওলানা মোঃ তাজ উদ্দীন ফারুকী, চরপাতা কাওমি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ শফিউদ্দিন, তানজিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোর্শেদ সহ প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
তারা আরো বলেন, দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। এ অবস্থায় ইসরাইলের দুর্ভেদ্য প্রতিরক্ষাব্যবস্থার অহঙ্কারকে গুঁড়িয়ে দিয়ে মুক্তিকামী ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের সংগ্রামকে সফলতার দ্বারপ্রান্তে নিতে নতুন ভাবে যে মিশন শুরু করেছে আমরা তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছি।
তারা বক্তব্যে আরোও বলেন, দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের ওপরে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে প্যালেস্টাইন গর্জে উঠেছে। এটা তাদের ন্যায্য সঙ্গত সংগ্রাম। সমাবেশে নেতৃবৃন্দ, ইসরাইলে মার্কিন সমরাস্ত্র প্রদান, নৌবহর প্রেরণসহ সব সহায়তা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবিতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Leave a Reply