1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ১৪ জন প্রার্থী

মোঃ মামুনুর রশিদ,স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা টেলিভিশন
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ১৪ জন প্রার্থী

মোঃ মামুনুর রশিদ
স্টাফঃ রিপোর্টার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণের দলীয় ঘোষণার পর প্রথম দিন থেকেই মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে ঢাকার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান (সদ্য পদত্যাগ) আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গো‌বিন্দগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শাহজাহান আলী সরকার,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি এম এ শামীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান ফাইয়ান। তারা সকলেই নিজেদের যোগ্য মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নৌকা মার্কা প্রত্যাশা করছেন।
উত্তরের ৮ জেলার প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংসদীয় এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ জন। এর মধ্যে অর্ধেক পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৪৯ এবং নারী ভোটার ২ লক্ষ ২২ হাজার ৯৬৯ জন। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ এই আসনে সালে জাতীয় পার্টি, ২০০১ সালে বিএনপি, ২০০৮ সালে আওয়ামী লীগ ও ২০১৪ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ও ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss