1. admin@muktijoddhatv.xyz : admin :
  2. mainadmin@muktijoddhatvonline.com : mainadmin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

প্রকাশ্য দিবালোে কিশোর গ্যাং এর নেতৃত্ব হিন্দু সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির নিকট থেকে ২০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই

বায়েজীদ জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

প্রকাশ্য দিবালোে কিশোর গ্যাং এর নেতৃত্ব হিন্দু সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির নিকট থেকে ২০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাই

চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

অদ‍্য২৮শে ডিসেম্বর২৩ইং বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬.৪০ ঘটিকার সময় কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের চাপড়া জনৈক টোটোর মৎস্য খামারের সামনে রাস্তায় ভাঁড়রা গ্রামের নির্মল ঘোষের ছেলে পরিতোষ ঘোষের নগদ ২০০০০/=(বিশ হাজার) টাকা ও ব্যবহত রানার রয়েল প্লাস ১১০ সিসি কালো রংয়ের একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।যাহার চ্যাচিস নংঃ-BRBUA12190411877 ও ইঞ্জিন নংঃ-RB1137AH190410334

বাদী পরিতোষ ঘোষ বলেন,বৃহস্পতিবার সকাল ৬.৩০ ঘটিকায় বাড়ি থেকে তার কর্মস্থল কুষ্টিয়া লাহিনী বটতলা যাওয়ার সময় কিস্তিতে ক্রয়কৃত রানার রয়েল প্লাস ১১০ সিসি মোটরসাইকেলের কিস্তি পরিশোধের ২০০০০/=(বিশ হাজার) টাকা ও মোটরসাইকেল নিয়ে বের হন।আনুমানিক সকাল ৬.৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের চাপড়া টোঠোর মৎস্য খামারের সামনে কুষ্টিয়া জেলার কিশোর গ্যাং এর প্রধান নেতৃত্ব প্রদানকারী মোঃ খালেকের ছেলে মোঃ রানা (৩০) এবং তার অন্য এক সহযোগী মাংস ব্যবসায়ী নিজামের ছেলে মোঃ রনি (২৫) সহ অজ্ঞাত কয়েকজন মিলে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হাত উচু করে থামার জন্য নিদেশনা দিলে আমি সেখানে দাড়িয়ে পড়ি।দাড়ানোর সঙ্গে সঙ্গে তারা আমাকে নিমিষেই কিল,ঘুষি,লাথি মেরে মোটরসাইকেল থেকে নামিয়ে দেয়ার চেষ্টা চালাই।আমি যখন মটরসাইকেল থেকে নামতে চায়নি তখন কিশোর গ্যাং এর নেতৃত্বদানকারী মোঃ রানা রাস্তায় কাজের ইট নিয়ে আমাকে আঘাত করতে আসলে আমি মোটরসাইকেল থেকে নেমে যাই যার কারণে ইটের আঘাতটি আমার শরীরে কোথাও লাগেনা। গাড়ি থেকে নামার পরে তারা আমার গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দেয় চুপ থাকার জন্য।তারা বলে যদি আমি চিৎকার করি তাহলে তারা আমাকে শেষ করে ফেলবে। তারা আমার মোটরসাইকেলের কিস্তি পরিশোধের ২০০০০/= (বিশ হাজার) টাকাসহ আমার ব্যবহত মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।বিষয়টি তার পরিবার ও গ্রামের মাননীয় ব্যক্তিবর্গের নিকট জানাইলে তারা আমাকে তার পরিবারের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধান করার প্রতিশ্রুতি দেন।কিন্তু নির্বাচন চলাতে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউবের নির্বাচনী প্রচারণা ও মিটিং চলায় গতকাল ২৮/১২/২৩ ইংতারিখে বিষয়টি নিয়ে বসতে না পারায় ২৯/১২/২৩ ইং তারিখ শুক্রবার সকাল ০৯ ঘটিকায় তার পরিবারকে নিয়ে ভাঁড়রা বাজারে বসলে কিশোর গ্যাং এর নেতৃত্ব প্রদানকারী মোঃ রানাকে কয়েকবার ফোন করার পরেও সেখানে তিনি উপস্থিত না হলে মাননীয় ব্যক্তিবর্গ তার বাড়িতে যান কিন্তু কিশোর গ্যাং এর নেতা মোঃ রানা তাদেরকে হেয় প্রতিপন্ন করে।কারোর কথাতেই সে কোন মন্তব্য করেন না।তার পরিবার এই সমস্যা সমাধানের জন্য কোন দ্বায়িত্ব গ্রহণ না করলে ২৯/১২/২৩ ইং তারিখ শুক্রবার আনুমানিক সকাল ১২ ঘটিকার সময় কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।এর আগেও সে আমাদের বাড়িতে এসে নানা হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদশন করে গিয়েছে।আমরা হিন্দু মানুষ সংখ্যালঘু তাই কিশোর গ্যাং মোঃ রানা আমার দাদাকেও ফোনে হত্যার হুমকি ধামকি দিয়েছে।তাই আমি একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িত ব্যক্তিবর্গের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য আবেদন করছি। দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আমার আবেদন আমার পরিবারকে কিশোর গ্যাং মোঃ রানার হাত থেকে বাঁচানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss