পটুয়াখালী জেলা দিবস পালিত
অপূর্ব সরকার,
বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী।
পটুয়াখালী জেলা দিবস পহেলা জানুয়ারি। দিবসটি উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে উন্নয়ন অগ্রযাত্রায় পটুয়াখালী শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যাক্তবর্গ ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
১৯৬৯ সালের পহেলা জানুয়ারি পটুয়াখালীকে জেলা হিসেবে ঘোষনা করা হয়।
Leave a Reply