চুয়াডাঙ্গায় প্রতি শীত মৌসুমেই দর্শনা থানাধীন কেরু এন্ড কোং ফার্ম এলাকা গুলোর সড়কের এক মুর্তিমান আতঙ্কের নাম আখ বোঝাই ট্রাক্টর ও ট্রলি
চুয়াডাঙ্গা পতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
প্রতি শীত মৌসুমেই দর্শনা থানাধীন কেরু এন্ড কোম্পানীর ফার্ম এলাকাগুলোর সড়কের এক মুর্তিমান আতঙ্কের নাম আখ বোঝাই ট্রাক্টর ও ট্রলি।
কেরু এন্ড কোম্পানীর নিজস্ব এই সব ট্রাক্টর দিয়ে অন্য মৌসুমে চাষ করার কাজ করা হলেও আখ মাড়াই মৌসুমে মাঠের ট্রাক্টর চলে আসে রাস্তায়। দানবের মত দাপিয়ে বেড়ায় সড়ক গুলো। এক টা ট্রাক্টরের পিছনে ২ থেকে ৪টি ট্রলি বেধে আখ টানা হয়। একটা ট্রলিরও ব্রেক থাকে না। আর ট্রাক্টরের সামনে সামান্য পরিমান আলো থাকলেও ট্রলিগুলোতে কোন আলোর ব্যবস্থা থাকে না। ব্রেক না থাকায় নিয়ন্ত্রন থাকে না ট্রলিগুলোতে। এতে করে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হয় এই সব রাস্তায় চলা পথচারী ও অন্যান্য যানবহনগুলো। একটা ট্রাক্টরের সাথে একটা ট্রলি নেওয়ার ব্যবস্থা করলে এই সব দূর্ঘটনা কমে আসবে বলে মনে করেন স্থানীয়রা।
বিষয়টি সংশ্লিষ্ট সচেতন কর্তৃপক্ষের নজরে আসা প্রয়োজন।
ছবি: হিজলগাড়ী টু ডিঙ্গেদহ সড়কের জালশুকা নামক স্থানে প্রচন্ড কুয়াশার মধ্যে কেরু এন্ড কোম্পানীর আখ বোঝাই ট্রলি পাংচার হয়ে থেমে থাকায় মোটরসাইকেলের ধাক্কা। চালক ও আরোহী মারাক্তক আহত।
Leave a Reply